আজ সোমবার, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘আমাদের জিততে হবে’

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী গোলাম মর্তুজা পাপ্পাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ভুলতা ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর বিকালে রাজধানীর নয়া পল্টনে গাজী গ্রুপের অফিসে এই শুভেচ্ছা বিনিময় করেন তারা। এসময় গাজী গোলাম মর্তুজা পাপ্পা নেতাকর্মীদের খোঁজ-খবর নেন। ভুলতার বিভিন্ন বিষয়ে কথা বলেন।

এসময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, আগামী নির্বাচনে আমাদের জিততে হবে। এখন থেকে সবাই প্রস্তুতি নিন। নৌকার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। নেত্রীর উন্নয়ন জনগণের সামনে তুলে ধরতে হবে। বিরোধী দল ষড়যন্ত্র করছে ,সবাই সাবধানে থাকবেন।

অনুষ্ঠানে ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক, ভুলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল ভুঁইয়া , রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সীমা রানী পাল, রমাকান্ত সরকার, শ্রমিকলীগ নেতা রতন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল আলম শিকদার, ভুলতা ইউনিয়ন যুবলীগ সভাপতি রাশেদ ভুঁইয়া, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ফারুক ভুঁইয়া উপস্থিত ছিলেন।