আজ সোমবার, ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘আমাদের কর্মীরা জেগে উঠেছে’

নবকুমার:

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, আমাদের কর্মীরা জেগে উঠেছে।সামনে জাতীয় নির্বাচন। আমরা জানান দিতে চাই ,আমাদের কর্মী জাগরণ হয়েছে, এই কর্মী জাগরণ আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত চলবে। আওয়ামী লীগের সম্মেলনে লাখো লাখো কর্মী হাজির হয়েছে।

গত ২৩ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বস্ত্র ও পাটমন্ত্রী এসব কথা বলেন।

এদিকে জেলার রাজনীতিতে রূপগঞ্জ উপজেলার গুরুত্ব অনেক। আন্দোলন, সংগ্রামে রূপগঞ্জ থেকে নেতাকর্মীরা গর্জে ওঠে। আওয়ামী লীগ, বিএনপি জেলার রাজনীতিতে রূপগঞ্জকে বাড়তি গুরুত্ব দিয়ে আসছে। এবারও শাসক দল রূপগঞ্জের হোড়গাঁ থেকে আবদুল হাইকে জেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত করেছেন। দলকে ক্ষমতায় টিকে রাখার জন্য মাঠে কাজ করে যাচ্ছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। তিনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। রূপগঞ্জ,তারাব ,কাঞ্চন,মুড়াপাড়া, ভুলতা, গোলাকান্দাইল ,ভোলাব এলাকায় নৌকায় ভোট চেয়ে তিনি গণসংযোগ করেছেন। এছাড়া তরুণ ভোটার, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষের সাথে তিনি যোগাযোগ রাখছেন। তার কর্মী সমর্থকরাও ঐক্যবদ্ধ। দলীয় কর্মীদের সাথে সাড়ে ৩ কি.মি পায়ে হটে জেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগদেন বস্ত্র ও পাটমন্ত্রী। যা জেলার অন্য এমপিকে করতে দেখা যায়নি। এছাড়া বস্ত্র ও পাটমন্ত্রীর এলাকায় বিরোধী দল মাঠ ছাড়া।