আজ শুক্রবার, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমাদেরকে ব্যঙ্গ করতে পারবে না:মন্ত্রী গাজী

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ,বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, ইসলামী শিক্ষার জাগরণ ঘটছে। আধুনিক শিক্ষাকরায়ত্ত করতে হবে। সারা পৃথিবীতে এখন প্রতিযোগিতা চলছে। সেই প্রতিযোগিতায় আমাদেরকে টিকে থাকতে হবে। বিভিন্ন দেশ আমাদেরকে ব্যঙ্গ করতে পারে। আমরা যদি রাজনীতিকভাবে, অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে যাই তাহলে কেউ আর কোনোদিন আমাদেরকে ব্যঙ্গ করতে পারবে না। আমাদের দেশ মুসলিম দেশ । আমরা মালয়েশিয়ার মতো এগিয়ে যাবো। জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশকে উন্নত বিশে^ নিয়ে যাচ্ছে। সবাইকে দেশের জন্য কাজ করতে হবে। আমরা মধ্যম আয়ের দেশে চলে গিয়েছি। শিল্পকলা একাডেমীর উন্নয়ন করেছেন জননেত্রী শেখ হাসিনা। এক সময় দেশে বিদ্যুত ছিলো না। এখন আমরা শতভাগ বিদ্যুৎ পেয়েছি। এসি রুমে বসে অনুষ্ঠান করতে পারছি। এটাই দেশের উন্নয়ন। এক সময় আমরা মোমবাতি জ¦ালিয়ে ইফতার করছি। হারিকেন জ¦ালিয়ে তারাবি নামাজ পড়ছি। এখন বিদ্যুত যায় না ,তারাবি নামাজের সময় হারিকেন লাগে না।

বৃহস্পতিবার ( ২৮ এপ্রিল) বিকালে নারায়ণগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো:মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী।

এসময় র‌্যাব -১১ এর অধিনায়ক মাহমুদ পাশাসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।