আজ বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমরা আপনাকে ভোট দেবো: নুরুজ্জামান খাঁন

সংবাদচর্চা রিপোর্ট:

কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিল্পপতি নুরুজ্জামান খাঁন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জনগণ আপনাকে ভোট দেবে। আপনাকে (প্রধানমন্ত্রী) আরও ১০ বছর সুযোগ দেওয়া উচিত। করোনাকালে আমরা ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর দেওয়া সুযোগ সুবিধা পেয়েছি।
তিনি বলেন, কথা বলার জায়গা তৈরী করে দিয়েছেন গাজী সাহেব। আমরা বুক ফুলে কথা বলতে পারি। গাজী সাহেবের জায়গাটা তৈরী করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে দেশটা এগিয়ে যাচ্ছে। গাজী সাহেব যতটা দরদ দিয়ে উন্নয়ন কাজ করে যাচ্ছেন মতিন সাহেব তা করেন নাই। মাননীয় মন্ত্রী আমাদের গ্যাস দিয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছেন। কায়েতপাড়া ইউনিয়নে আজকে প্রত্যেকে গাড়ি নিয়ে যেতে পারে। ম্যান পাওয়ার আমাদের শক্তি। আমাদের দেশ শ্রীলঙ্কা হবে না। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আমাদের দেশের আরও উন্নতি হবে। মাননীয় মন্ত্রী আমাদের এলাকায় কোনো কিছু বাদ রাখে নাই। স্কুল,কলেজ,মাদ্রাসা, রাস্তা-ঘাট সব করেছেন তিনি। মানুষের চিকিৎসার টাকা মন্ত্রী সাহেবে নিজের পকেট থেকে দেয়। যা মতিন সাহেব দেয় নাই। উনি দিচ্ছে। তার (গাজী) সাথে আমাদের আত্মার আত্মীয় তৈরী হয়েছে। ওই পরিবার জনগণের সেবা করবে। আমি মনে করি কায়েতপাড়াসহ রূপগঞ্জের প্রত্যেকটা জনগণ মন্ত্রী সাহেবকে ধরে রাখা উচিত। মন্ত্রী সাহেব আমাদেরকে মূল্যায়ন করছে, নির্বাচনের সময় আমরা আপনাকে ভোট দেবো। আমরা আপনাকে ধরে রাখবো। কায়েতপাড়ার মানুষ আপনার ভক্ত। আগামীতে আপনাকে (গাজী) এমপি বানাবো।

শনিবার ৬ আগস্ট দুপুরে কায়েতপাড়ার খানবাড়ি মাঠে আয়োজিত পূর্বগ্রাম-পশ্চিমগাঁও সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে নুরুজ্জামান খাঁন এসব কথা বলেন।

এছাড়া কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিল্পপতি নুরুজ্জামান খাঁনের বাড়িতে গেলে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ,বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: জাহেদ আলী, চৌমুহনী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ শহিদুল্লাহ, কর্নেল (অবঃ) কামরুজ্জামান খান, কায়েতপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ বজলুর রহমান, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, সেলিনা আক্তার রিতা, ওমর ফারুক ভুঁইয়া, মানিক আহমেদ, রূপগঞ্জ উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক শীলা রাণী পাল, আওয়ামী লীগ নেতা শ্রী রবী রায়, রূপগঞ্জ উপজেলা মহিলালীগ সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলমগীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।