আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাবনা ১ আসনে আবু সাইয়িদে মনোনয়ন পত্র জমা দিলেন বেড়া-সাথিয়ার বিপুল নেতাকর্মী

আবু সাইয়িদে মনোনয়ননবকুমার:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পাবনা ১ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড.আবু সাইয়িদ ।

রোববার (১১ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের পাশে নির্বাচনী অফিসে এই মনোনয়ন ফরম জমা দেওয়া হয়। অধ্যাপক ড. আবু সাইয়িদের পক্ষে মনোনয়ন ফরম জমা দেন (৬৮ পাবনা ১) বেড়া- সাথিয়া উপজেলার বিপুল পরিমাণ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

দেখা গেছে অধ্যাপক আবু সাইয়িদের মনোনয়ন জমা দিতে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ের সামনে বেড়া সাথিয়ার বিভিন্ন শ্রেণী পেশার অগণিত মানুষের ঢল নামে। তাদের মধ্যে অধিকাংশ  ছিলো তরুণ ভোটার ।আবু সাইয়িদে মনোনয়ন

মনোনয়ন পত্র জমা দিতে এসে বেড়া উপজেলা আওয়ামী লীগ নেতা বলেন, আমরা বেড়া সাথিয়ার ৮০ ভাগ মানুষ অধ্যাপক আবু সাইয়িদকে ভালোবাসি তাই আজ আমরা এখানে তার মনোনয়ন ফরম জমা দিতে এসেছি। আমার বিশ্বাস বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা  অধ্যাপক আবু সাইয়িদের হাতে নৌকা তুলে দেবেন।

সাথিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা বলেন, সাথিয়ার মাটি, সাইয়িদ সাহেবের ঘাটি। আগামী নির্বাচনে কোন রাজাকারের বাচ্চার স্থান সাথিয়ার মাটিতে হবে না।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ডাক্তার আউয়াল, সরকার ট্রাভেলসের মালিক কাফি সরকার,আব্দুল মতিন,আমিনুল ইসলাম ডাবলু, প্রফেসর আবু সাঈদ,রমজান আলী,  সালাম,খোকন ,মেহেদী, কাউছার আহমেদ পলাশ,ডন, রবি,নাদীম,জয়নাল আবেদিন সুমন প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ