আজ বুধবার, ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আবার নারায়নগঞ্জ আসছে জেমস

জেমস

জেমস

টি.আই.আরিফ নিজস্ব প্রতিবেদক:দর্শক মাতাতে আবার নারায়নগঞ্জ আসছেন জেমস।গত সপ্তাহে মহান বিজয় দিবস উপলক্ষে রুপগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে  সংগীত  পরিবেশন করে দর্শক মাতান জমেস।এক সপ্তাহের ব্যাবধানে আবার নারায়নগঞ্জ আসছেন জেমস ।

নারায়নগঞ্জ ক্লাবের উদ্যোগে নতুন বছরকে বরণ উপলকক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৩০ ও৩১ ডিসেম্বর সংগীত পরিবেশন করবেন দেশ বরেণ্য জনপ্রিয় সংগীত শিল্পীরা।

৩০ ডিসম্বের নাসিম ওসমান মেমোরিয়াল ইকো পার্কে সংগীত পরিবেশন করবেন উপমহাদের বিখ্যাত ব্যান্ড সংগীত শিল্পী নগর বাউল জেমস।

জেমস এর আগমন উপলক্ষে ইতোমধ্যে নারায়নগঞ্জ জেলার জেমস এর ভক্তরা খুশিতে মেতে উঠছে।নাসিম ওসমান মাঠের চার পাশে বিভিন্ন রূপে সাজানো সহ ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন নারায়নগঞ্জ ক্লাব কর্তৃপক্ষ।মাঠে দর্শকদের বসার জন্য বিশেষ চেয়ার বসানো হয়েছে।