আজ বুধবার, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আবারো যুক্তফ্রন্টের আত্নপ্রকাশ

সংবাদচর্চা ডেস্কঃআবারো যুক্তফ্রন্ট গঠন করা হয়েছে তবে এ যুক্তফ্রন্ট ১৯৫৪ এর হক-ভাসানীর যুক্তফ্রন্ট নয়। এ যুক্তফ্রন্ট বি চৌধুরী, কাদের সিদ্দিক, রব, মান্নানের ।
নতুন জোট যুক্তফ্রন্টের দলগুলো হলো বি.চৌধুরীর বিকল্পধারা বাংলাদেশ,বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতালীগ,আ.স.ম.আব্দুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল জে.এস.ডি.মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য।
এ জোটে যে কোন দল যোগ দিতে পারবে।ড.কামাল হোসেনের গণফোরাম নতুন জোটে যোগ দেন নি। নতুন জোটের চেয়ারম্যান করা হয়েছে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি সাবেক রাষ্ট্রপতি বি.চৌধুরীকে।
বি. চৌধুরী বলেন,দেশের গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্টায় নতুন জোটের বিকল্প নেই। গতকাল রাতে আ স ম রবের বাসায় এ জোট গঠন করা হয় বলে জানিয়েছে জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন।জোটগঠনের সময় সকল দলের সভাপতিরা উপস্থিত ছিলেন।