আজ মঙ্গলবার, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আদালত পাড়ায় প্রকাশ্যে ধুমপান

রেদওয়ান আরিফ:
প্রকাশ্যে ধুমপান বন্ধে আইন থাকলেও তা মানছে না ধুমপায়ীরা। আইনের প্রয়োগ না থাকায় জনসম্মুখে ধুমপান করে তারা। বাদ যায় না আদালতপাড়ার মতো বিশেষ স্থানও। সোমবার নারায়ণগঞ্জ আদালত ভবনের ৩য় তলার বারান্দায় দাঁড়িয়ে প্রকাশ্যে ধুমপান করতে দেখা যায় কয়েকজনকে। প্রত্যক্ষদর্শী ও বিভিন্নজনের সাথে কথা বলে জানা গেছে, শুধু এখানে নয় প্রতিদিনই আদালতপাড়ার বিভিন্ন স্থানে প্রকাশ্যে ধুমপান করে অনেকে।
সরেজমিনে আরও দেখা গেছে, আদালত ভবনের বারান্ধায় দলবদ্ধ দাঁড়িয়ে কয়েকজন ধুমপান করছে। একই ভাবে বিভিন্ন স্থানে আলাদা আলাদা ভাবে আরও কয়েকজন প্রকাশ্যে ধুমপান করছে। ধুমপায়ীদের সামনে দিয়ে চলাফেরা করছে আইনজীবী,পুলিশসহ নানা পেশার লোকজন। জানা গেছে, আদালত পাড়ায় জেলা প্রশাসকের কার্যলয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করে থাকে প্রায় সময়। তবে আদালত ভবনের বারান্দায়, খোলা জায়গায় ধুমপান করা হয়।
সূত্র মতে, আইনে রয়েছে প্রকাশ্যে বিশেষ কোন স্থানে ধুমপান করা যাবে না। ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন আইন, ২০০৫ এর কার্যকরী প্রয়োগ ও তামাক সেবনের স্বাস্থ্যক্ষতির বিষয়ে জনগনকে সচেতন করার জন্য, ২০০৭ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের অধীনে জাতীয় তামাক নিয়ন্ত্রন সেল গঠিত হয়েছে। ২০১৫ সালের এ আইনের ১৬ ধারার প্রদও ক্ষমতাবলে একটি বিধিমালা প্রণয়ন করা হয়েছে।