আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আদালতে যারা আগুন সন্ত্রাসী দুর্নীতিবাজদের পক্ষ নেয় তাদের কে বিতাড়িত করতে হবে:বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

আসন্ন নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত জুয়েল- মহসিন প্যানেল কে সমর্থন দিয়েছে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির একটি প্রতিনিধি দল রূপসী গাজী ভবনে মন্ত্রীর কাছে দোয়া নিতে যান। গোলাম দস্তগীর গাজী আইনজীবীদের সমর্থন দিয়ে বলেন, আদালতে যারা স্বাধীনতা বিরোধী আগুন সন্ত্রাসী দুর্নীতিবাজদের পক্ষ নেয় তাদের কে ব্যালটের মাধ্যমে বিতাড়িত করতে হবে। ওরা যেন আর কোন দিন আইনজীবী সমিতির সদস্য হতে না পারে।

আইনজীবী সমিতির উন্নয়নের স্বার্থে আগামী ২৪ জানুয়ারী জুয়েল- মহসীন প্যানেল কে ভোট দেয়ার আহবান জানান তিনি।

এছাড়া জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী কে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক এড. মুহাম্মদ মহসীন মিয়া ,এড.স্বপন ভূইয়া, এড.নুসরাত জাহান প্রমুখ।

সর্বশেষ সংবাদ