আজ রবিবার, ১৭ই ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আদালতকে হয়রানী করায় সেলিম প্রধানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জ উপজেলা নির্বাচন নিয়ে আদালতকে হয়রানী করার অভিযোগে আলোচিত ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ। বৃহস্পতিবার সকালে ৮জন মহামান্য বিচারপতিগণ এই আদেশ প্রদান করেন।
আইনজীবি ব্যারিষ্টার নাহিম হোসেন জানান, দ্বিতীয়ধাপে আয়োজিত উপজেলা নির্বাচনে প্রার্থী হন সেলিম প্রধান। কিন্ত দুদকের করা মামলায় ৮ বছরের সাজাভোগের কারনে তার প্রার্থীতা বাতিল করেন নির্বাচন কমিশন। পরে তিনি রিভিও আবেদন করলে হাইকোর্টের আপিল ডিভিশন তার প্রার্থীতা বহাল রাখে। পরবর্তিতে নির্বাচন কমিশন ও একজন প্রার্থীর করা আবেদনের প্রেক্ষিতে চেম্বার ডিভিশন ওই আদেশের উপর স্থিতি অবস্থা জারি করেন। যে কারনে নির্বাচনে প্রার্থী হিসেবে অযোগ্য হয়ে পরেন সেলিম প্রধান। পরে তিনি ফুল বেঞ্চে রিভিও আবেদন করলে বৃহস্পতিবার শুনানীর দিন ধার্য্য করে আদালত। কিন্ত তার আইনজীবি বৃহস্পতিবার শুনানী না করার জন্য লিখিত আবেদন করলে বিচার বিভাগকে হয়রানী করার অভিযোগে দুটি আবেদনের বিপরিতে ২০ হাজার টাকা জরিমানা করে হাইকোর্টের ফুলবেঞ্চ। পরে সেলিম প্রধানের আইনজীবির আবেদনের প্রেক্ষিতে ওই অর্থদন্ড কমিয়ে ১০ হাজার টাকা জরিমানা বহাল রাখা হয়। এবং পরবর্তিতে আদালতকে এ ধরনের হয়রানী না করতে তাকে সতর্ক করা হয়।

আরও পড়ুন:

স্পন্সরেড আর্টিকেলঃ