আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আদালতই আমাদের ঠিকানা: খোরশেদ

নারায়ণগঞ্জ সদর থানায় পুলিশ বাদী নাশকতার মামলা ১০(১১)১৮ ও বিজয় দিবসের দিন পতাকা মিছিল থেকে পুলিশের উপড় হামলার ৩৯(১২)১৯ নং মিথ্যা মামলায় মহামান্য উচ্চ আদালতের আদেশে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিছুর রহমানের আদালতে আত্মসর্ম্পন করেন। বুধবার দীর্ঘ শুনানী শেষে জেলা ও দায়রা জজ দুই মামলায় কাউন্সিলর খোরশেদকে স্থায়ী জামিন প্রদান করেন।

এর আগে ২০১৪ সালের ৫ই জানুয়ারি নির্বাচনের দিন জেলা আওয়ামী লীগ অফিস ও পুলিশ ফাঁড়িতে অগ্নি সংযোগের মামলায় কাউন্সিলর খোরশেদ সহ হাসান আহম্মেদ, মাসুদ রানা, জয়নাল আবেদীন, সরকার আলম, মোয়াজ্জেম হোসেন মন্টি, রিয়াদ আহম্মেদ সহকারী দায়রা জজ আদালতে হাজিরা প্রদান করেন।
জামিন লাভের পরে খোরশেদ আদালত প্রাঙ্গনে উপস্থিত সাংবদিক ও নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আদালতই এখন আমাদের ঠিকানায় পরিনত হয়েছে। দেশ এখন অগণতান্ত্রীক স্বৈরাচারী পথে হাটছে।  বেগম খালেদা জিয়ার মুক্তিই পারে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে।

খোরশেদ বলেন, মিথ্যা মামলা দায়ের করে সরকার তার অসহাযত্ব তুলে ধরছে।

মাকছুদুল আলম খন্দকারের পক্ষে শুনানীতে অংশ নেয় সিনিয়র আইনজীবী এড. আঃ বারী ভূইয়া, এড. জাকির হোসেন, এড. বোরহান উদ্দিন সরকার, এড. আজিজ আল মামুন, এড. শরিফুল ইসলাম শিপলু, এড. রাসেল সিরাজী, এড. নুরুল আমীন মাসুম, এড. আনোয়ার তালুকদার প্রমুখ।