আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আত্মহত্যা নয়, হত্যা করা হয়েছে ফতুল্লার মঞ্জুরী বেগমকে

ফতুল্লা প্রতিনিধি :আত্মহত্যা নয়, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার মঞ্জুরী বেগমকে। ময়নাতদন্তে এমন প্রতিবেদন দেবার পরে মঙ্গলবার (২৪ অক্টোবর) অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় নিহত মঞ্জুরী বেগমের ভাই ফরিদ শেখ গত ২২ অক্টোবর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন। কিন্তু ময়নাতদন্তে তাকে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে। অভিযোগ রযেছে, নিহতের স্বামী মাসুদ খান ও তার পরিবারের সদস্যরা তাকে শ্বাসরোধ করে হত্যার পরে আাত্মহত্যা বলে চালিয়ে দেবার চেষ্টা করেন।

এলাকা সূত্রে জানাযায়, রাজবাড়ী জেলার কল্যাণপুর এলাকার মাসুদ খান (৩০) ৮ বছর আগে ফরিদপুর জেলার ভদ্রসন ভাঙ্গিরচর গ্রামের শেখ মান্নানের মেয়ে মঞ্জুরী বেগমকে বিবাহ করে। বিয়ের পর থেকে তারা স্বামী স্ত্রী মিলে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ভাড়া থাকতো। দুই জনের মধ্যে সাংসারিক বিষয়দি নিয়ে প্রায়ই ঝগড়া বিবাদ হতে বলে জানায় প্রতিবেশি ভাড়াটিয়ারা। গত ২১ অক্টোবর রাতে মঞ্জুরী বেগমকে গোসলখানার আড়ার সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিনই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে স্বামী মাসুদকে আটক করে পুলিশ।