নেত্রকোনায় সৎভাইয়ের বিরুদ্ধে জমি আত্নসাতের অভিযোগটি.আই.আরিফ:
নেত্রকোনা জেলার নাগরা থানায় সৎভাইয়ের জমি আত্নসাতের অভিযোগ ওঠেছে।জেলার জজ কোটে লিখিত ২৬ এ মামলা হয়েছে। মামলার বাদী নাগরা থানার মজিবুর রহমান ।
মজিবর অভিযোগ করে সংবাদচর্চা কে বলেন, আমার সৎভাই সোরহাব উদ্দিন পেশিশক্তির ভয় দেখিয়ে আমার স্ত্রী দুই সন্তান কে তুলে নিয়ে হত্যার হুমকি দিয়ে আমার বাড়ি,ফসলি জমি সহ ৯০ শতাংশ জমি যার বাজার মূল্য ২ কোটি টাকা জোর পূর্বক লিখে নিয়েছে।
তিনি আরও জানান,আমাকে ১০লক্ষ টাকা দেওয়ার কথা ছিলো গত এক বছর আগে সে টাকা ও দেয় নাই। আসামীদের ক্ষমতা থাকার কারণে বিচার পাচ্ছি না।আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই , আমার বাড়ি ফসলি জমি যেন উদ্ধার করে দেন।
জমি রেজিষ্টার অবসারপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবুরের ভাগ্নিজামাই বলে জানিয়েছে বাদী মজিবুর রহমান। এ জমি বাদী মজিবর রহমানের পৈতৃক সম্পত্তি ।সে একজন স্থানীয় আওয়ামীলীগের কর্মী।