আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ রূপগঞ্জে সিটি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন

সংবাদচর্চা রিপোর্ট:
আজ রূপগঞ্জে ‘সিটি অর্থনৈতিক জোনের উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন এ অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে রূপগঞ্জে সিটি মিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক শিল্প মন্ত্রী আমির হোসেন আমু, নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, শিল্পমন্ত্রী নুরুল মাজিদ ।

জানা গেছে ‘সিটি অর্থনৈতিক অঞ্চলটিতে প্রাথমিকভাবে ৩ হাজার লোকের কর্মসংস্থান হবে। পরবর্তী ৫ বছরে ২০ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে মাইল ফলক হিসেবে কাজ করবে। চলতি বছরে এ অঞ্চলে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।

ঢাকা-সিলেট মহাসড়ক থেকে দুই কিলোমিটার দূরে শীতলক্ষ্যা নদী ঘেঁষা নোয়াগাঁও, চরগন্ধবপুর ও উত্তর রূপসী মৌজায় ৭৮ একর জমির উপড় নতুন এ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে। এতে বীজ প্রক্রিয়াকরণ, অটোরাইস মিল, ডালের মিল ও ভোজ্য তেলের প্রক্রিয়ারণ করা হবে।

সিটি গ্রুপ কতৃপক্ষ জানিয়েছে , উদ্বোধনী অনুষ্ঠানের সকল ধরণের প্রস্তুতি শেষ করা হয়েছে।