আজ সোমবার, ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ বিজয় উদযাপনে মেতে উঠবে মন্ত্রীসহ না.গঞ্জের ৩ এমপি

সংবাদচর্চা রিপোর্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে আওয়ামীলীগ। আজ ১৯ জানুয়ারি শনিবার দুপুর আড়াইটায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় উদযাপন উপলক্ষে মহাসমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশের ন্যায় আজ বিজয় উদযাপনে মেতে উঠবে নারায়ণগঞ্জের ৩ এমপি সহ আওয়ামীলীগের নেতাকর্মীরা। এই সমাবেশ কে কেন্দ্র করে সবধরনের প্রস্তুতি শেষ করেছে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। রূপগঞ্জ সহ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের বৃহত একটি অংশ গোলাম দস্তগীর গাজীর নেতৃত্বে সোহরাওয়ার্দী উদ্যানে যোগদান করবে।

এছাড়া নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা গোলাম দস্তগীর গাজী কে নিয়ে একটু বেশি আনন্দ করবে। কারণ নারায়ণগঞ্জ বাসী ৪৭ বছর পর আওয়ামীলীগ সরকারের মন্ত্রী পেয়েছে।

জনসভায় যোগদান করবে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) এমপি শামীম ওসমান ।
এছাড়া জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা পৃথক পৃথক ভাবে যোগদান করবেন জনসভায়।