আজ শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ আ.লীগের বিজয় সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার ২৪ ডিসেম্বর বিকালে নারায়ণগঞ্জের শেখ রাসেল পার্কে আওয়ামী লীগের বিজয় সমাবেশ। সভায় উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এড. জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম , এসএম কামাল, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক এড.মৃণাল কান্তি দাস, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই , সহ-সভাপতি ডা. সেলিনা হায়াত আইভী, আরজু ভুঁই, আব্দুল কাদির, সাধারণ সম্পাদক এড. আবুল হাসনাত শহীদ বাদল,যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর , মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, বিসিবির পরিচালক ও মন্ত্রীপুত্র গাজী গোলাম মর্তুজা পাপ্পা সহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভাকে কেন্দ্র করে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় আওয়ামী লীগ । ধারণা করা হচ্ছে নারায়ণগঞ্জে এটা কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সমাবেশ। সভাকে কেন্দ্র করে শহরে উৎসবের আমেজ বইছে। সভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

গতকাল সন্ধ্যায় রাসেল পার্কে পরিদর্শনে যান জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, আরজু রহমান ভূঁইয়া, মো. আসাদুজ্জামান, আদিনাথ বসু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত প্রমুখ। এর আগে দুপুরে মঞ্চ তৈরির কার্যক্রম পরিদর্শন করেন জেলা যুবলীগের সহসভাপতি আহাম্মদ আলী রেজা রিপন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল প্রমুখ।

সর্বশেষ সংবাদ