আগামী ২০-২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন । এ সম্মেলনকে জাঁকজমকপূর্ণ করে তুলতে বড় রকমের পরিকল্পনা করেছেন দলটির নেতারা। আজ বিকালে দলের সম্পাদকম-লীর সভায় সম্মেলন প্রস্তুতি নিয়ে ১০টি উপ-কমিটি গঠন করার মধ্য দিয়ে শুরু হবে এ কর্মযজ্ঞ। গত শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে ত্রিবার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। বৈঠকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সদস্য সচিব এবং কেন্দ্রীয় সব নেতাকে সদস্য করে জাতীয় সম্মেলনের কমিটি গঠন করা হয়। দলীয় সূত্রমতে, জাতীয় সম্মেলনের আগে মেয়াদোত্তীর্ণ জেলা-উপজেলা কমিটির সম্মেলনের কাজ শুরু করেছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে মেয়াদোত্তীর্ণ জেলা-উপজেলায় সম্মেলন করার নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলনকে সামনে রেখে দলের চাঁদা পরিশোধ করছেন কেন্দ্রীয় নেতারা। তা না হলে কাউন্সিলর হওয়ার সুযোগ নেই। এদিকে দলের ২১তম জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণের পর থেকেই গত কয়েক দিনে দলীয় সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে সক্রিয় হতে শুরু করেছেন নিষ্ক্রিয় নেতারা। যাতায়াত বাড়িয়ে দিয়েছেন পদবঞ্চিত সাবেক ছাত্রনেতারাও। দলের একাধিক সম্পাদকম-লীর সদস্য জানিয়েছেন, আজকের বৈঠকে সম্মেলন প্রস্তুতির অংশ হিসেবে কমপক্ষে ১০টি উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের নাম চূড়ান্ত হতে পারে।