আজ মঙ্গলবার, ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগ-বিএনপির ভোট যুদ্ধ

সংবাদচর্চা রিপোর্ট:
আজ ২৪ জানুয়ারী নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারে নির্বাচনে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত দুই প্যানেল অংশ নিচ্ছে। তবে নির্বাচন হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি শেষ করছে প্রার্থীরা। আজ সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত। ৯২৬ জন ভোটার ভোট প্রয়োগ করবেন। তার মধ্যে নারী ভোটার রয়েছে ২৬০। ১৭ টি পদের বিপরীতে লড়ছে ৩৩ জন প্রার্থী। নির্বাচন কে শান্তিপূর্ণ করতে সব ধরণের প্রস্তুতি শেষ করছে নির্বাচন কমিশনার।

আইনজীবী সমিতির নির্বাচন বিএনপি নিজেদের অস্তিত্ব রক্ষার নির্বাচন। সদ্য জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে বিএনপির প্রার্থীদের ভরাডুবি হয়েছে। এদিকে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। জয়ের ব্যাপারে দুই দলের প্রার্থীরাই শত ভাগ আশাবাদ।

আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলে যারা লড়ছে তারা হলেন সভাপতি পদে এড. হাসান ফেরদৌস জুয়েল, সিনিয়র সহ সভাপতি পদে এড. আলী আহমদ ভূইয়া, সহ সভাপতি পদে এড. বিদ্যুত কুমার সাহা, সাধারণ সম্পাদক প্রার্থী এড. মোহসীন মিয়া, যুগ্ম সম্পাদক এড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ প্রার্থী এড. আ: রউফ মোল্লা, আপ্যায়ণ সম্পাদক প্রার্থী এড. মো: মনিরুজ্জামান কাজল, লাইব্রেরী সম্পাদক প্রার্থী এড. সুবাস বিশ^াস, ক্রীড়া সম্পাদক প্রার্থী এড. মাসুদ রানা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী এড. সাজ্জাদুল হক সুমন, সমাজ সেবা সম্পাদক প্রার্থী এড. রাশেদ ভূইয়া, আইন ও মানবাধীকার সম্পাদক প্রার্থী এড. স্বপন ভূইয়া, কার্যকরী সদস্য প্রার্থী এড. আনোয়ার হোসেন ভূইয়া, এড. নুসরাত জাহান তানিয়া, মো: মশিউর রহমান, এড. আ: মান্নান ও এড. হাসিবুল হাসান রনি।

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলে যারা লড়ছে তারা হলেন সভাপতি পদে এড. সরকার হুমায়ুন কবীর, সিনিয়র সহ সভাপতি পদে এড. রেজাউল করিম রেজা, সহ-সভাপতি এড. গিয়াস উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক পদে এড. আবুল কালাম আজাদ জাকির, যুগ্ম সম্পাদক এড. শাহীদুর ইসলাম টিটু, কোষাধ্যক্ষ পদে এড. নজরুল ইসলাম মাসুম, আপ্যায়ণ সম্পাদক এড. কায়সার আলম চৌধুরী টুটুল, লাইব্রেরী সম্পাদক শারমীন আক্তার, ক্রীড়া সম্পাদক পদে শেখ আনজুম আহম্মেদ রিফাত, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. রাসেল প্রধান, সমাজসেবা সম্পাদক পদে আছমা হেলেন বিথি, আইন ও মানবাধীকার সম্পাদক এড. রোকনউদ্দিন, কার্যকরী সদস্য পদে এড. আহসান হাবিব ভূইয়া, এড. সারোয়ার জাহান, এড. আমিনুল ইসলাম ও এড. ফজলুর রহমান ফাহিম।