আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজীবন ক্ষমতায় থাকতে তারেক রহমান গ্রেনেড হামলা চালিয়েছিলো : এমপি গাজী

নবকুমার: দীর্ঘ ১৪ বছর অপেক্ষার পর গতকাল বুধবার ২০০৪ সালের ২১ শে আগস্ট গ্রেনেড হামলার রায় দিয়েছে আদালত। এতে বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জন যাবতজীবন কারাদন্ড দিয়েছে আদালত।

২১ শে আগস্ট গ্রেনেড হামলার রায়ের প্রতিক্রিয়ায় নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য রণাঙ্গণের খেতব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, তারেক রহমান আজীবন ক্ষমতায় থাকতে  ২০০৪ সালের ২১ শে আগস্ট আওয়ামীলীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা চালিয়েছিলো। ওদের টার্গেট ছিলো শেখ হাসিনাকে হত্যা করতে পারলে বাংলার মাটিতে আর কোন বিরোধী দল থাকবে না। আজকের ঐতিহাসিক রায়ের মাধ্যমে গণতন্ত্রের বিজয় হয়েছে। বিচার প্রার্থীরা ন্যায় বিচার পেয়েছে। তবে তারেকের ফাঁসি হওয়া উচিত ছিলো।

বিএনপির দুশাসনের কথা উল্লেখ করে গোলাম দস্তগীর গাজী বলেন, বিএনপি জামায়াত জোট বাংলাদেশ কে সন্ত্রাসী রাষ্ট্র বানাতে চেয়েছিলো। আর তারেক রহমান ছিলো জঙ্গীদের কমান্ডার। তখন দেশে কোন গণতন্ত্র ছিলো না।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আসামীদের দ্রুত রায় কার্যকর করতে হবে। বিদেশে যারা পলাতক রয়েছে তাদেরকে দ্রুত দেশে ফেরত আনতে হবে।  তারেক রহমানের সাজা বৃদ্ধির  জন্য উচ্চ আদালতে আপিল করতে হবে। লাখো শহীদের রক্তে ভেজা বাংলাদেশে কোন সন্ত্রাসীর স্থান হবে না।

আগামী নির্বাচনে দেশবাসিকে সন্ত্রাসীদের দল বিএনপি-জামায়াতকে  বর্জন করার আহবান জানান গোলাম দস্তগীর গাজী।