আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আগামী ৩০ মে নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের ভোট

নিজস্ব প্রতিবেদক:

আগামী ৩০ মে  বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মনোনীত হয়েছেন বিআইডব্লিউটিএ’র সিবিএ নেতা সিদ্দিকুর রহমান। সদস্য সচিব বাংলাদেশ লিয়াকত আলী ও সদস্য জাকির হোসেন চুন্নু মাষ্টার। শনিবার ৪ মে বিকেলে নারায়ণগঞ্জ শহরের বরফকল খেয়াঘাট সংলগ্ন জাহাজী শ্রমিক ফেডারেশনের কালচারাল ট্রেনিং সেন্টারে বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের (রেজি: নং ২১৪৮) কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় এ ঘোষণা দেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সরদার আলমগীর মাষ্টার। সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার মাষ্টার। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের আঞ্চলিক শ্রম অধিদপ্তরের সহকারী শ্রম পরিচালক ইয়াসমিন আক্তার ও আব্দুর রহিম।