আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আগামীকাল জাতীয় প্রেসক্লাবে মুক্তি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আগামীকাল জাতীয় প্রেসক্লাবে

আগামীকাল জাতীয় প্রেসক্লাবে

নবকুমার:

পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের মেয়ে মুক্তি খাতুনকে পেট্রোল ঢেলে হত্যার প্রতিবাদে  খুনিদের বিচারের দাবিতে আগামী কাল শনিবার ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করবে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানববন্ধন অনুষ্ঠিত হবে সকাল ১১টার সময়।

জানা গেছে মুক্তি খাতুনকে জামায়াত থেকে আওয়ামীলীগে অনুপ্রবেশ কারীরা হত্যা করেছে। এ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনায় মানববন্ধনের ডাক দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে মানববন্ধনে উপস্থিত থাকবে ঢাকাস্থ পাবনার জনগণ।

উল্লেখ্য,গত ১৯ আগস্ট দুপুরে সালাম গ্রুপের লোকজন মুক্তিযোদ্ধা মোজ্জাম্মেলের বাড়িতে হামলা চালিয়ে মোজ্জাম্মেলের মেয়ে পাবনা এডওয়ার্ড কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী মুক্তি খাতুনের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে সে মারা যায়।