আজ বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগ চিরদিন ক্ষমতায় থাকবে না- ভিপি বাদল

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল (ভিপি বাদল) বলেছেন, চিরদিন কেউ ক্ষমতায় থাকবে না। আমি চিরদিন থাকবো না। আওয়ামী লীগও চিরদিন ক্ষমতায় থাকবে না। তবে এটা ঠিক আওয়ামী লীগ জনগনের ভাগ্যের পরিবর্তনের জন্য সব সময় কাজ করে যাবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলাধীন ফতুল্লা পাগলা বাজার সমিতির উদ্যোগে থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল এবং শওকত আলীকে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ভিপি বাদল বলেন, শওকত এবং সাইফ উল্লাহ বাদলকে আওয়ামী লীগের নেতা বললে ভুল করা হবে। দল মত নির্বিশেষে তারা সকল দলের নেতা। আমার বন্ধু টেনুকে বিনা দোষে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়েছে। তার কি অপরাদ ছিল। তিনি শামীম ওসমানের সহযোদ্ধা হিসেবে অপরাধী। সংসদ সদস্য শামীম ওসমান আমাদের আন্তরিক বন্ধু। অনেকে অনেক রংঢং করেন, কিন্তু আমার কোন রং ঢং নেই। আমার চেয়ার শেখ হাসিনার প্রতিনিধিত্ব করে। আমার এমপি হওয়ার দরকার নেই। এখন আপনাদের নেতা তৈরী করতে হবে। আর তা হলো কুতুরপুর আওয়ামী লীগের নেতা। ওই নেতা কে হবে। আমি নাম উল্লেখ না করলেও কর্মীরা শাহ আলম টেনু গাজীর নাম বলেছেন।

তিনি আরও বলেন, ঢাকা ডিভিশন আওয়ামী লীগের দায়িত্বে থাকা সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী মির্জা আযম এই জেলার কোথায় কি অবস্থা সব খবর রাখেন। কোন ইউনিয়নের কমিটি হলো কি হলো না হলো এবং কিভাবে কমিটি করতে তার দিক নির্দেশনা দিয়েছেন। বিভিন্ন জায়গার কমিটি হয়ে গেছে, কোন অসুবিধা নেই। জেলা যদি প্রয়োজন মনে করে এবং আমাদের রিপোর্টে যদি আসে তাহলে প্রত্যেকটি ইউনিটে জেলা কমিটি টিম করবে। ইউনিয়ন পর্যায়ের সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা আসবে। যদি আমরা চাই তাই হবে। দেশের জনগনকে ভালো রাখার জন্য শেখ হাসিনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। তার সহযোদ্ধা হিসেবে আমাদের ভাগ্যের উন্নয়নের জন্য শামীম ওসমান কাজ করে যাচ্ছেন। তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। শামীম ওসমান ৮ থেকে ১০ জন মন্ত্রীর চেয়ে বেশি ক্ষমতা রাখে। সে বাংলাদেশে ওয়ান পিছ। আমরা তার সহযোদ্ধা হিসেবে কাজ করে যাবো।

পাগলা বাজার সমিতির সাবেক সভাপতি শাহ আলম গাজী টেনুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচএম ইসহাক, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, জেলা পরিষদের সদস্য মোস্তফা চৌধুরী, মোশতাক আহমেদ চৌধুরী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ লিটন, সাধারণ সম্পাদক মীর হোসেন মীরু, পাগলা বাজার সমিকির সাধারণ সম্পাদক মো. বাচ্চু প্রমুখ।

আরএইচ/এসএমআর