আজ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আইভীর সফলতা,উত্তপ্ত ছিলো জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক:

গেল জানুয়ারি মাস ছিলো আইভীর সফলতার মাস। ১৬ তারিখ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে তিনি ৬৬ হাজারের অধিক ভোটে পরাজিত করেছেন এড.তৈমূর আলম খন্দকারকে। তাকে জয়ী করতে আওয়ামীলীগ নেতারা মাঠে ছিলো। কেন্দ্রীয় নেতারা নারায়ণগঞ্জে অনেক মিটিং করেছে । নেতারা পক্ষে বিপক্ষে অনেক বক্তব্য দিয়েছে। আইভীর জয় দিয়ে আওয়ামীলীগ নতুন বছরে শুভ সূচনা করেছে। আর বিএনপি এড. তৈমূর আলম খন্দকারকে বহিষ্কার করেছে। তাতে বিএনপির মধ্যে অস্থিরতা বিরাজ করছে। বিরোধী দলগুলো তৈমূরের পক্ষে ছিলো। শামীম ওসমান কে নিয়ে নানা কথা হয়েছে। তিনি সংবাদ সম্মেলন করে তার অবস্থান পরিষ্কার করেছে। বিএনপি নেতারা ছিলো গ্রেফতার আতঙ্কে। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রবিকে গ্রেফতার করা হয়েছে। আর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হয়েছে আলহাজ্ব নাসির উদ্দিন। সবমিলিয়ে গেল জানুয়ারি মাস ছিলো নারায়ণগঞ্জে উত্তপ্ত।