আজ বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আইভীর সঙ্গে আরজু ভূঁইয়ার সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরজু রহমান ভূঁইয়া। রোববার সন্ধ্যায় শহরের দেওভোগে চুনকা কুটিরে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি । এসময় আরজু ভূঁইয়ার নেতৃত্বে বন্দর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ রউফ, সাবেক প্রচার সম্পাদক হাবিবুর রহমান মিয়া, মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুরুজ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক ইদ্রিছ আলী দেওয়ান গহন, আওয়ামী লীগ নেতা ইমদাদুল হক খোকন, বন্দর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস আই জুয়েল, ধামগড় ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ধামগড় ইউপি’র ৮নং ওয়ার্ড মেম্বার আঃ ছোবহান, মদনপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুসলিম প্রধান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ওয়াসিম আকরাম, মোঃ আজম, ওমর ফারুক, যুবলীগ নেতা আল আমিন, জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।