আজ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আইভীর পক্ষে রূপগঞ্জ যুবলীগ-ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভীকে বিজয়ী করার লক্ষ্যে মাঠে রয়েছে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ , যুবলীগ ,ছাত্রলীগ নেতৃবৃন্দ। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় শনিবার ৮ জানুয়ারি নগরীর ২নং রেল গেইট এলাকায় নৌকার পক্ষে ভোট চেয়ে প্রচারণা করেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ -যুবলীগ নেতৃবৃন্দ। পরে তারা পার্টি অফিসে দলের সিনিয়র নেতাদের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই, সহ-সভাপতি আব্দুল কাদির, আওয়ামী লীগ নেতা এড. আসাদুজ্জামান, রূপগঞ্জ উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল শিকদার, তারাব পৌর ছাত্রলীগ সভাপতি আওলাদ হোসেনসহ অনেকে।

উল্লেখ্য আগামী ১৬ জানুয়ারি নাসিক নির্বাচন। বরাবরের মতো এবারও আইভীকে সাপোর্ট দিয়েছে গাজী পরিবার। নির্বাচনের আচরণ বিধির কারণে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক সরাসরি মাঠে নামতে পারছেন না। মন্ত্রীপুত্র গাজী গোলাম মর্তুজা পাপ্পা মেয়র আইভীর পক্ষে কাজ করছেন। মন্ত্রীর স্ত্রী তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী আইভীকে সমর্থন দিয়েছেন।