আজ বুধবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আইভীকে খোঁচা

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় পার্টি সমর্থিত সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, রাজনীতিতে সইচ্ছায় কোনো রকমের স্বরচিত ইতিহাস বানানো যায় না। আজকাল অনেকেই স্বরচিত ইতিহাস বানাচ্ছেন। একে অপরের নামে কটু কথা বলছেন। আবার সময় হলে স্বার্থের দরকার হলে ভালো কথা বলছেন। কারণ সামনে নির্বাচন।

বৃহস্পতিবার ( ২৩ সেপ্টেম্বর) বিকেলে বন্দর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ইউএনও ওয়াহিদ জাফর শুক্লা সরকারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি কারও নাম উল্লেখ করেননি ।

সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র সেলিনা হায়াৎ আইভী এক অনুষ্ঠানে বলেছেন, বাইতুল আমান নয় পাইকপাড়া মিউচুয়েল ক্লাবে আওয়ামী লীগের জন্ম। এর জেরে সেলিম ওসমান এ কথা বলেন বলে ধারণা স্থানীয়দের।