আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জে আইপিএলে রমরমা জুয়া, জুয়ার টাকাকে কেন্দ্র করে রূপগঞ্জে যুবককে হত্যা

আইপিএলে

আইপিএলে

সংবাদচর্চা রিপোর্ট:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  (আইপিএল) ক্রিকেটে সারা নারায়ণগঞ্জে রমরমা জুয়া খেলা চলছে। জুয়া আর নেশা একই সূত্রে গাথা দুটি ধ্বংসলীলা। বিপিএল কিংবা আইপিএলের মত স্বল্প সময়ের টি-টোয়েন্টি ক্রিকেট খেলার আসরের শুরুতে সেই জুয়ার নেশা মহামারী আকার ধারণ করে।

৭ এপ্রিল থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) টি-টোয়েন্টি খেলার আসর শুরু হয়ে তা গত কাল ২৭ শে মে শেষ হয়। দীর্ঘ মাস ব্যাপী এই আসরের খেলাগুলো স্যাটেলাইট কেবলের মাধ্যমে সারাবিশ্বে একযোগে প্রচারিত হয়। আর সেই খেলাকে কেন্দ্র করে জুয়ারীরা জুয়ার নেশায় তারা চায়ের দোকান অফিসে,বাসা বাড়িতে ‍বিভিন্ন স্থানে বাজি ধরার জন্য ঘুড়ে বেড়িয়েছে।  খেলা শুরু হওয়ার সময়  কোটি কোটি টাকার জুয়ার বাজি খেলেছে ।

ক্রিকেটের এই আসরের শুরুতেই জুয়ারীরা জুয়া খেলার মহোৎসবে মেতে উঠে ।  এসব খেলা সরাসরি দেখতে তারা সর্বপ্রথমেই টেলিভিশনের ব্যবস্থা করে। এছাড়া লোডশেডিংয়ের কারণে বিকল্প হিসেবে মোবাইলে ইন্টারনেটে লাইভ স্কোর দেখার সব রকমের ব্যবস্থা করে থাকে।

জুয়া খেলায় অর্থমূল্যে বাজি ধরার প্রচলন অনেক আগে থেকে শুরু হলেও ক্রিকের খেলায় বাজি ধরে টাকা লাগানোর ব্যাপারটি বিগত কয়েকটি ক্রিকেট বিশ্বকাপ থেকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। পাড়া-মহল্লার প্রায় সব শ্রেণীর মানুষেরা এই জুয়ার নেশায় জড়িয়ে পড়ে। জুয়া নামক নেশার কবলে পড়ে মানুষজন তাদের ঘর-সংসার সব খুয়াচ্ছে। জুয়ার নেশায় মত্ত ব্যক্তি ঘরের সম্পদ বিক্রি করেও বাজিতে টাকা লাগিয়েছে।

এদিকে জুয়া খেলাকে কেন্দ্র করে অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে। পথে বসেছে অনেক পরিবারে সদস্যরা। আর জুয়া খেলাকে কেন্দ্র করে অনেক অপরাধও সংগঠিত হয়েছে। বিশেষ করে জুয়ার টাকা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে নানা অঘটন ঘটেছে। আর সেই অঘটনে হাতাহাতি থেকে শুরু করে মারামারি, হামলা-মামলায়ে এমনকি নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

গতকাল ২৭ শে মে আইপিএলের ফাইনাল খেলা কে কেন্দ্র করে রূপগঞ্জের মুড়াপাড়ায় এক যুবককে হত্যা করা হয়েছে। জানা গেছে আইপিএলের ফাইনাল ম্যাচে জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটির জের ধরে রুবেল মিয়া নামে এক যুবককে হত্যা করা হয়। নিহত রুবেল মিয়া মুড়াপাড়া নগর এলাকার মৃত আজমত আলীর ছেলে।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, ভারতের জনপ্রিয় টি টুয়েন্টি সানরাজার্স হায়দ্রাবাদ বনাম চেন্নাই সুপার কিংস ফাইনাল খেলাকে কেন্দ্র করে মুড়াপাড়া নগড় এলাকার রুবেল মিয়ার বড় ভাই মোমেন মিয়া  চান মিয়ার ছেলে সুরুজ, আজম উদ্দিনের ছেলে নয়ন ও বাদল মিয়ার ছেলে কাজলের সঙ্গে  বাজি ধরেন। বাজিতে মোমেন মিয়া হেরে যান।

এসময় তাদের মধ্যে বাকবিতন্ডা হলে মোমেন বাড়িতে চলে যান সুরুজ, নয়ন ও কাজল মোমেনকে বাজির টাকার জন্য বাড়ি থেকে ডেকে এনে টাকার জন্য চাপ প্রয়োগ করে। টাকা দিতে না পাড়ায় তারা মোমেন মিয়াকে বেধড়ক পেটায়। এসময় তার ডাকটিৎকারে তাকে বাঁচাতে তার ছোট ভাই রুবেল মিয়া এগিয়ে এসে তাদেরকে টাকা দেওয়ার আশ্বাস দেয়।

বাজিকররা তাৎক্ষনিকভাবে টাকা দাবী করে। তাৎক্ষনিকভাবে টাকা দিতে না পাড়ায় সুরুজ, নয়ন ও কাজল কলেজ শিক্ষার্থী রুবেল মিয়াকে এলোপাথারীভাবে কুপিয়ে জখম করলে সে মাটিতে লুটে পরে। পরিবার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, এখন পর্যন্ত কোন এজাহার দায়ের করা হয় নি।ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।