আজ সোমবার, ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগের নিরঙ্কুশ বিজয়

সংংবাদচর্চা রিপোর্ট :নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। ১৭ পদের বিপরীতে একজন সদস্য ছাড়া বাকি ১৬ পদেই জয় পেয়েছে আওয়ামী লীগপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা।
সভাপতি পদে এড. হাসান ফেরদৌস জুয়েল পেয়েছেন ৫৫৭ ভোট,তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির এড. সরকার হুমায়ূন কবির পেয়েছেন ১৮২ ভোট। সাধারণ সম্পাদক পদে এড. মো. মোহসিন মিয়া পেয়েছেন ৪৯৫ ভোট তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির এড. আবুল কালাম আজাদ জাকির পেয়েছেন ২৩৯ ভোট।

২৪ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জেলা জজ আদালতের কনফারেন্স রুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯২৬জন ভোটারের মধ্যে ৯১০জন ভোটাধিকার প্রয়োগ করেন। বিকেল ৫টা থেকে শুরু হয় ভোটগণনা। এবারের নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্যানেলের ১৭ জন ও বিএনপি সমর্থিত প্যানেল থেকে ১৬ জন প্রতিদ্ব›দ্বীতা করেন।

বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্যফ্রন্ট প্যানেলে বিজয়ী হলেন কার্যকরী সদস্য পদে আহসান হাবীব।

আওয়ামীলীগ পন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল থেকে নির্বাচিতরা হলেন সিনিয়র সহ সভাপতি পদে অ্যাডভোকেট আহাম্মদ ভূইয়া, সহ সভাপতি পদে অ্যাডভোকেট বিদ্যুৎ কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো: মাহাববুর রহমান, আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট মো: মনিরুজ্জামান কাজল, লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট সুবাস বিশ্বাস, ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট মাসুদ রানা, সমাজ সেবা সম্পাদক পদে অ্যাডভোকেট রাশেদ ভূইয়া ও আইন ও মানবাধিকার সম্পাদক পদে অ্যাডভোকেট স্বপন ভূইয়া।

সদস্য পদে বিজয়ীরা হলেন অ্যাডভোকেট নুসরাত জাহান তানিয়া, অ্যাডভোকেট মশিউর রহমান, অ্যাডভোকেট আব্দুল মান্নান ও অ্যাডভোকেট হাসিবুর হাসান রনি।

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন উপলক্ষ্যে নারায়ণগঞ্জে আদালতপাড়ায় আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মীদের পদচারনায় বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

উল্লেখ্য নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন সিনিয়র আইনজীবী আখতার হোসেন। এছাড়া সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন মেরিনা আক্তার। বোর্ডের অপর সদস্যরা হলেন আবদুর রহিম, আশরাফ ও সুখচাঁন বাবু।