আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অসুস্থ দুই সাংবাদিক পেল মন্ত্রী গাজীর অনুদান

সংবাদচর্চা রিপোর্ট:

জটিল রোগে আক্রান্ত রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দুই সদস্যকে চিকিৎসার জন্য নগদ অনুদান দিয়েছে স্থানীয় সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। অসুস্থ সাংবাদিকরা হলেন সোহেল কবির (৪২) , শরীফ ভুঁইয়া (৩০)।

২৭ জুলাই মঙ্গলবার বস্ত্র ও পাটমন্ত্রীর পক্ষে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন এ অনুদান প্রদান করেন।

এসময় উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রোবেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, অর্থ বিষয়ক সম্পাদক ইমদাদুল হক দুলাল, দপ্তর সম্পাদক শাহেল মাহমুদ, সাংবাদিক মীর শফিকুল ইসলাম, মঞ্জুর এলাহী, ডিকেএমসি হাসপাতালের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাংবাদিক সোহেল কবির ও শরীফ ভুঁইয়া দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।