অর্থ আত্মসাতের মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলমগীর ইসলামকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। ১১ এপ্রিল বৃহস্পতিবার রাতে শহরের বাবুরাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, আলমগীরের বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা আছে। ওই মামলায় ওয়ারেন্টের বিপরীতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও কয়েক দফা আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছিল।