আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অভিভাবকহীন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলে বিক্ষোভ হয়নি

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কোন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়নি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে ফেনীতে হামলার প্রতিবাদে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয়ভাবে সারাদেশে রবিবার বিক্ষোভ কর্মসূচীর ঘোষণা করে।

রবিবার ২৯ অক্টোবর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুধুমাত্র মহানগর যুবদলের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে দলটির আহবায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে। এ ছাড়া ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা কিংবা মহানগরের পক্ষে কোন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হতে দেখা যায়নি। এর কারণ হিসেবে অঙ্গ সংগঠন দুটির অভিভাবকহীনতাকেই দায়ী করছেন সংগঠন দুটির নেতাকর্মীরা।

জানা যায়, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি জেলা ও মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে জেলা ছাত্রদলের আহবায়ক মাসুকুল ইসলাম রাজীবকে করা হয় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, মহানগর ছাত্রদলের আহবায়ক মনিরুল ইসলাম সজলকে করা হয় মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, আর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদ হাসান রোজেলকে করা হয় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। এতে করে অঙ্গ সংগঠন দুটি জেলা ও মহানগরে অভিভাবক শূন্য হয়ে পড়ে। আর এতে করেই জেলা ও মহানগর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সকল কার্যক্রমে শুরু হয় ভাটা।

দলের কয়েকটি সুত্র থেকে জানা যায়, জেলা ছাত্রদল, মহানগর ছাত্রদল ও জেল স্বেচ্ছাসেবক দলের কর্মসূচীগুলো এখন পালনের জন্য জেলা ও মহানগরের নেতাদের তেমন নির্দেশনা থাকেনা। দলের দায়িত্বশীলরা এখন মূলদলে চলে যাবার কারনে তারাও আর তেমন আগ্রহ দেখাচ্ছেন না দলীয় কর্মসূচীতে। আর দীর্ঘদিন ধরে আটকে থাকা এসব কমিটিও কেন্দ্র থেকে ঘোষণা করা হচ্ছেনা। এতে করে দলের নেতাকর্মীদের মধ্যেও এক ধরনের হতাশা কাজ করছে যা দলের এসব কর্মসূচীতে এসে প্রভাব ফেলছে।

তবে অন্যান্য সময় জেলা ছাত্রদল, মহানগর ছাত্রদল ও জেলা স্বেচ্ছাসেবক দলের পদ প্রত্যাশীরা দলের কর্মসূচীগুলো পালন করলেও রবিবার একেবারেই ভিন্ন চিত্র দেখা গেছে। কর্মসূচী পালনের জন্য কেউই মাঠে ছিলনা।

জেলা ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী একজন যুগ্ম আহবায়ক জানান, সকাল থেকেই তিনি অসুস্থ তাই আজকের কর্মসূচী পালন করতে পারছেন না। তবে পরবর্তী সকল কর্মসূচীতে তাকে নিয়মিত পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে জেলা ও মহানগর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা দ্রুত দলের নারায়ণগঞ্জের কমিটিগুলো দিতে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমরা খুব দ্রুতই কমিটিগুলো দাবি করছি কারণ এখন জেলা ও মহানগরে এসব সংগঠনের কোন অভিভাবক নেই। দলের কর্মসূচীতে আমাদের নিয়ে মাঠে থাকার মত কোন দায়িত্বশীল নেতাও নেই। দলের কার্যক্রম এভাবে চললে এখন যেসব নেতাকর্মীরা নিয়মিত কর্মসূচী পালন করছেন তারাও আগামীতে আর আসবেন না। তাই দ্রুতই কমিটিগুলো আটকে না রেখে দিয়ে দেয়া প্রয়োজন।