আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অপারেশন ক্লিন স্ট্রীট, ৩০টি মোটরসাইকেল আটক

সংবাদচর্চা রিপোর্ট: আড়াইহাজারে “অপারেশন ক্লিন স্ট্রীট” তিন ঘন্টার অভিযানে রেজিস্ট্রেশনবিহীন ৩০টি মোটরসাইকেল আটক করা হয়েছে। মামলা দেওয়া হয়েছে ২০টি। রবিবার ( ১৫ নভেম্বর) আড়াইহাজার পৌরসভা এলাকার তিনটি স্পটে পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সার্বিক নির্দেশনায় আড়াইহাজার থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানান, তিন ঘন্টার অভিযানে রেজিস্ট্রেশন ব্যতীত চলাচলরত অবস্থায় ৩০টি মোটরসাইকেল জব্দ করা হয়। এগুলোকে আড়াইহাজার থানায় আটক রাখা হয়েছে।এছাড়াও ট্রাফিক আইন অমান্যকারী ২০ জন মোটরসাইকেল আরোহীকে বিভিন্ন অপরাধে ট্রাফিক আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়। যার জরিমানার পরিমাণ আনুমানিক ৭০ হাজার টাকা। অভিযানে আড়াইহাজার থানাকে সার্বিকভাবে সহায়তা করেন জেলা গোয়েন্দা শাখা এবং জেলা ট্রাফিক বিভাগ। পুরো অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল এএসপি, সি- সার্কেল, নারায়ণগঞ্জ ) মোঃ মাহিন ফরাজী ।

সর্বশেষ সংবাদ