আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অপরাধ দমনে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ :ওসি আসলাম

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেছেন, সাংবাদিক সমাজ জাতির বিবেক। সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি নির্মূলে সাংবাদিকরা লেখনীর মাধম্যে যথেষ্ট ভূমিকা রাখতে পারেন। সুন্দর সমাজ গড়তে সাংবাদিকদের কলম সঠিক পথে চলবে এমন প্রত্যাশা করে তিনি বলেন, সুন্দর বাংলাদেশ গঠনে সকলের এগিয়ে আসা উচিত। তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ, তারাই পারবে এই দেশটাকে এগিয়ে নিতে। সোমবার আলোকিত নারায়ণগঞ্জ ২৪ ডট নেট ১ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাংবাদিক আনোয়ার হোসেন সজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকিত নারায়ণগঞ্জ ২৪ ডট নেট এর উপদেষ্টা রণজিৎ মোদক, স্বাগত বক্তব্য দেন আলোকিত নারায়ণগঞ্জ ২৪ ডট নেট এর সম্পাদক কাজী আনিসুর রহমান। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খন্দকার লুৎফর স্বপন চেয়ারম্যান, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, ফতুল্লা থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহমেদ লিটন, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মো. শরীফুল হক।

সর্বশেষ সংবাদ