আজ বুধবার, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অতি বিপ্লবী শক্তি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংসের চেষ্টা চালিয়েছেন,সাবেক তথ্যপ্রতিমন্ত্রী

নবকুমার নিজস্ব প্রতিনিধিঃ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে এবং জাতীয় চার নেতাকে জেলখানায় নির্মম ভাবে হত্যার মাধ্যমে অতিবিপ্লবী শক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংসের চেষ্টা চালিয়েছেন বলে মনে করেন সাবেক তথ্যপ্রতিমন্ত্রী ড.অধ্যাপক আবু সাইয়িদ।

আজ একান্ত সাক্ষাতকারে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা আবু সাইয়িদ বলেন,সংবিধান থেকে জাতির পিতার নাম মুছে ফেলতে চেয়েছিলো কিন্তু পারে নাই।আজ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে শোষণ মুক্ত সমাজ গড়তে হবে। জাতির পিতার কন্যা জননেএী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।