আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

অচিরেই বন্ধ টেক্সটাইলগুলো চালু করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, অচিরেই পিপিপি (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) এর মাধ্যমে পর্যায়ক্রমে সকল বন্ধ টেক্সটাইল মিলগুলো চালু করা হবে।সারা বিশ্বে বাংলাদেশ প্রথম পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে বন্ধ টেক্মটাইল মিলগুলো চালু করার উদ্যোগ নিয়েছে। এটা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সাহসি নেতৃত্বের কারণে সম্ভব হচ্ছে। বন্ধ মিলগুলো চালু হলে দেশে কর্ম সংস্থানের বিপ্লব ঘটবে।

মঙ্গলবার (২৫জুন) দুপুরে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁ’তে পিপিপি’র মাধ্যমে বিটিএমসি’র আহমেদ বাওয়ানী টেক্সটাইল মিলস লিমিটেড মিলটি কনসোর্টিয়াম অব তানজিনা ফ্যাশন লিমিটেডের মাধ্যমে পরিচালিত হওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের বিভিন্ন ব্যবসা বান্ধব স্থানে বিটিএমসি’র ৬৩৬.৩৮ একর জমি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এই জমিসমূহ পিপিপি’র মাধ্যমে উৎপাদন খাতে ব্যবহারের ফলে একদিকে যেমন সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান লাভবান হবে । অপরদিকে, দেশের জিডিপি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতি আরো সুদৃঢ় হবে।

গোলাম দস্তগীর গাজী বলেন, প্রধানমন্ত্রী গত ২০১৪ সালের ১২ অক্টোবর বস্ত্র ও পাট মন্ত্রণালয় পরিদর্শনকালে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশ (বিটিএমসি)’র বন্ধ মিলসমূহ চালু করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। বিটিএমসির বন্ধ মিলসমূহ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)’র মাধ্যমে পরিচালনার জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় সিদ্ধাস্ত গ্রহণ করেছে। একই সাথে পর্যায়ক্রমে পিপিপির মাধ্যমে বিটিএমসির হতে ২৫টি মিলের মধ্যে ১৬টি মিল পিপিপি এর আওতায় পারিচালনার জন্য মন্ত্রিসভা  নীতিগত ভাবে অনুমোদন দিয়েছে।

অনুষ্ঠানে বিটিএমসির পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনের (বিটিএমসি) চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান এবং কনসোর্টিয়াম অব তানজিনাফ্যাশন লিঃ এর পক্ষে হাসানুল মুজিব ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইসরাফিল আলম এমপি,মোমিন মন্ডল এমপি,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব গুলনার নাজমুন নাহার, বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনের (বিটিএমসি) চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান, বিজিএমইএ এর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, তানজীনা ফ্যাশন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক হাসানুল মুজিব,মন্ত্রীর বিশেষ সহকারি এমদাদুল হক প্রমুখ।

প্রসঙ্গত এখন থেকে পিপিপি’র মাধ্যমে বিটিএমসি’র ডেমরার আহমেদ বাওয়ানী টেক্সটাইল মিলসটি কনসোর্টিয়াম অব তানজিনা ফ্যাশন লিঃ নামে পরিচালিত হবে । এ জন্য কনসোর্টিয়াম অব তানজিনাফ্যাশন লিঃ কে লেটার অব অ্যাওয়ার্ড (এলওএ) প্রদান করা হয়েছে। এছাড়াও ১৬টি মিল হতে প্রথম পর্যায়ে স্বল্পতম সময়ের মধ্যে ৪টি মিল (আর.আর.টেক্সটাইল মিলস লিঃ,দোস্ত টেক্সটাইল মিলস লিঃ,মাগুরা টেক্সটাইল মিলস লিঃ,রাজশাহী টেক্সটাইল মিলস) এর আন্তর্জাতিক দরপত্র আহবান করা হবে।

এছাড়া অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রী কে ক্রেস্ট প্রদান করা হয়।