আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

অক্টোবরেই জাপার ৩শ’ আসনের প্রার্থী ঘোষণা

অক্টোবরেই জাপার ৩শ’

অক্টোবরেই জাপার ৩শ’

সংবাদচর্চা রিপোর্ট: 

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম এরশাদ বলেছেন, বিএনপি নির্বাচনে যাবে কিনা জানি না। তবে জাতীয় পার্টি নির্বাচনে যাবে। আগামী সংসদ নির্বাচনে ৩শ’ আসনে প্রার্থী দেয়ার জন্য সিদ্ধন্ত গ্রহণ করা হয়েছে। ২০ অক্টোবরের পর ৩শ’ প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

দুই দিনের সফরে রংপুরে এসে সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর সেনপাড়ার ‘স্কাই ভিউ’ বাসভবনের নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এসময় রংপুর অঞ্চল জাতীয় পার্টির দুর্গ, এ দুর্গ ভাঙার সাধ্য কারো নেই বলেও মন্তব্য করেন এরশাদ।

জাতীয় ঐক্যের বিষয়ে জানতে চাইলে এরশাদ বলেন, জাতীয় ঐক্যে আমি নেই, তাই এ বিষয়ে কোনো মন্তব্যও নেই।

এছাড়া সাংবিধানিক দায়বদ্ধতা থেকে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এতে আশঙ্কার কিছু নেই বলেও জানান তিনি।

তবে এবারের নির্বাচন গত ৫ জানুয়ারির মতো হবে কিনা জানতে চাইলে এরশাদ বলেন, এ বিষয়ে কোনো কিছু বলা ঠিক হবে না।

জাতীয় পার্টির মধ্যে কোনো বিভেদ নেই উল্লেখ করে তিনি বলেন, জাতীয় পার্টি মধ্যে কোনো দ্বন্দ্ব, বিভেদ নেই। আমরা সবাই এক। আমাদের সামনে একটাই লক্ষ্য ৩শ’ আসনে প্রার্থী দিয়ে জয়ী হতে চাই।

এ সময় জাপার প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের একান্ত সচিব মেজর (অব) খালেদ আখতার, রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক এস.এম ইয়াসীরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।