আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে মারামারি

নিজস্ব প্রতিবেদক:

সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া এলাকায় জমির বিরোধকে কেন্দ্র করে মারামারি, আহত-৩। মঙ্গলবার(৩১’মার্চ) সকাল ১০’টায় এ মারামারির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের খাঁনপুর ৩’শ শয্যা বিশিষ্ট হাসপাতালসহ স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার(৩১’মার্চ) সকাল ১০’টায় সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া এলাকায় জমির বিরোধকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। মরহুম খোরশেদ আলী তার সন্তানসহ স্ত্রীকে মৃত্যুর পূর্বে জমি লিখে দিয়ে যায়্। দ্বিতীয় স্ত্রী সেলিনাকে ৩’শতাংশ জমি লিখে দিয়ে যায়। এ জমির উপর খোরশেদ আলমের সন্তানরা জোর পূর্বক কাজ করতে যায়। এসময় সেলিনা বেগম তার উকিল শশুর হাজী আক্তার হোসেন ও আলী হোসেন ভূইয়াসহ এলাকার লোকজন কাজে বাধা দিলে মৃত খোরশেদ আলমের সন্তান ফারহানা আক্তার(পলি), শাহানাজ আক্তার(সুমি), রেহানা আক্তার(মৌসুমী) ও মেয়ের জামাই সেলিম এবং সমির আগত লোকজনের উপর ইট দিয়ে এলো পাথারি ঢিল ছুড়তে থাকে। এতে হাজী আক্তার হোসেন ও আলী হোসেন ভূইয়া আহত হয়। অপরদিকে ঢিল ছুড়তে গিয়ে আহত হয় মৃত খোরশেদ আলমের মেয়ের জামাই সেলিম। তাকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়। অপর আহতদের মধ্যে হাজী আক্তার হোসেন মাথায় আঘাত পাওয়ায় খাঁনপুর ৩’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে ১০’টি সেলাই করতে হয়। আহত আলী হোসেন ভূইয়াকেও একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ব্যাপারে মৃত খোরশেদ আলমের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।