আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে বিবস্ত্র লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পুকুর থেকে বিবস্ত্র অবস্থায় ফোরকান তালুকদার (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইলের হাজারীবাগ জেলেপাড়া থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জয়নাল আবেদীন জানান, জেলেপাড়ার তারা মিয়ার বাড়ির পুকুরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। এ সময় লাশটি বিবস্ত্র অবস্থায় ছিল। তিনি আরো জানান, নিহত ঐ ব্যক্তি ১৫ বছর যাবত মানসিক ভারসাম্যহীন। পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে বলে ধারনা করা হচ্ছে।