আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ট্রাফিক পুলিশের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, গণপরিবহনের চালক ও সহযোগী চালকদের সচেতনতা ও যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষে পরিবহন চালক ও হেলপারদের নিয়ে এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল আন্তজেলা ট্রাক টার্মিনালে জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার প্রায় শতাধিক গণপরিবহনের চালক ও হেলপার অংশ নেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুবাশ চন্দ্র সাহা, নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই, প্রশাসন) মোল্ল্যা তাসলিম হোসেন, টিআই গোলাম মোস্তফা, টিআই মোহাম্মদ শরীফ উল ইসলাম, এটিএসআই মোঃ শাহজাহান, বাংলাদেশ ট্রাক কভ্যার্ডভ্যান মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ সেন্টু বেপারী প্রমূখ।

এসময় প্রশিক্ষন কর্মশালায় চালক ও হেলপারদের উদ্দেশ্যে বক্তারা বলেন, লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না। কোন গাড়ি চালানোর পূর্বে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, ঐ যানবাহনের কাগজত্র বা ফিটনেস ঠিক আছে কিনা। সবসময় সতর্ক থেকে গাড়ি চালাতে হবে। পাশাপাশি যাত্রী, চালক ও পথচারীরা যাতে কোন ধরনের দূর্ঘটনার শিকার না হয় সে বিষয়টি বিবেচনায় এনে গাড়ি চালাতে হবে। এছাড়া অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, ওভারটেকিং এড়িয়ে চলা ও গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার জন্য চালক ও হেলপারদের প্রতি আহ্বান জানান বক্তারা। তাছাড়া কিভাবে দ্রুত দালাল ছাড়া লাইসেন্স পাওয়া যায় সে বিষয়ে পরামর্শ দেন বক্তারা।