আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে ৩ নারীকে নির্যাতনের মামলায় ইউসুফ মেম্বার ২দিনের রিমান্ডে

বন্দরে ৩নারীকে পতিতা আখ্যা দিয়ে চুলকর্তণসহ নির্যাতন মামলার প্রধান আসামী ইউপি সদস্য ইউসুফ মেম্বার(৪০)কে ২দিনের রিমান্ডে বন্দর থানা হাজতে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য বন্দর থানা হাজতে প্রেরণ করে।

উল্লেখ্য,গত ১৬ ফেব্রুয়ারী বন্দরের দক্ষিণ কলাবাগান এলকার খালপারের মৃত মফিজ উদ্দিনের মেয়ে ফাতেমা বেগম ওরফে ফতেহ,তাঁর দুঃসম্পর্কের খালাতো বোন আসমা বেগম এবং বুরুন্দি এলাকার বকুল মিয়ার স্ত্রী বানু বেগমকে ওই এলাকার উশৃঙ্খল জনতা যৌনকর্মী আখ্যা দিয়ে তিন নারীকে মধ্যযুগীয় কায়দায় চুল কর্তণ করে নির্যাতন চালায়।

ওই তিন নারীকে ঘর থেকে বের করে টেনে হিচড়ে গাছের সাথে বেঁধেরাখে। লাঠি-সোটা দিয়ে বেধড়ক মারধর করে মারাত্বক আহত করে। পরে ফাতেমা বেগমের বসতঘরে হামলা-লুটপাট চালানো হয়। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।