আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা

নিজস্ব প্রতিবেদক:

বন্দরে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বন্দর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি তথা উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান এড. মাহমুদা আক্তার।

এছাড়াও এতে আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ফারুক আহমেদ, কৃষি অফিসার ড. মোস্তফা এমরান হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আ ক ম নুরুল আমিন,কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধাণ, মদনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী মোঃ এমএ সালাম,মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ আহমেদসহ উপজেলার সকল কর্মকর্তারা।