নিজস্ব প্রতিবেদক:
ফতুল্লার কুতুবপুর এলাকার আনোয়ার হোসেন মিয়ার বাড়ির ভাড়াটিয়া রফিকুল ইসলাম কুট্টি (৩২) নামে এক যুবকের লাশ পাওয়া গেছে। সূত্র জানায়, মাদক ব্যবসায়ী কুট্টির ওই লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে কিন্তু ওই ব্যক্তির মৃত্যু রহস্যজনক। সোমবার (৪ মার্চ) রফিকুল ইসলাম কুট্টির লাশ উদ্ধার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রফিকুল ইসলাম কুট্টি পেশায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন। একাধিকবার সে পুলিশের হাতে মাদক সহ ধরা পড়েছিলো। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মামুনুল আবেদ বলেন, আমার কাছে লাশ দেখার পর যতটুকু মনে হয়েছে তা হলো নিহত যে কোন কারণে আতœহত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। বাকিটুকু ময়না তদন্তের রিপোর্টের উপর নির্ভর করে বলা যাবে।