অপরাধ প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাট থেকে রোজিনা আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ফতুল্লার ইদ্রাকপুর এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত রোজিনা কেরানীগঞ্জ এলাকার মোমেন মিয়ার মেয়ে। রোজিনার বিয়ে হয় বগুড়া জেলার ইসমাইল মিয়ার নিরব ছেলে (৪০) এর সাথে। নিহত রোজিনার দুই মেয়ে বড় মেয়ে বারিহা (৮) ছোট মেয়ে আছিয়া (৬)। নিহত রোজিনা স্বামীর সংসার ছেড়ে পরকিয়ার জড়িয়ে অবৈধ সম্পর্ক গড়ে তুলে হিন্দু ধর্মের ব্রাহ্মন পরিবারের সঞ্জয়ের সাথে। ফতুল্লার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, ২ মাস আগে রোজিনা ও আরিফ ওরফে সঞ্জয় স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নেয়। নিহত রোজিনার দুইটি কন্যা সন্তান ও স্বামী আছে। আরিফ স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করত। দুপুরে বাড়ি অন্য বাসিন্দারা রোজিনার লাশ ঘরের মেজেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কোন বিষয়ে নিজেদের মধ্যে বিরোধের জের ধরে তাকে শাসরোধে হত্যা করা হয়েছে। হত্যাকারীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।