নবকুমার:
পাট শিল্প কে লাভ জনক করতে শেখ হাসিনার সরকার কাজ করছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
মঙ্গলবার রাজধানীতে জাতীয় পাট দিবস উপলক্ষে র্যালী শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, পাট বাজার বৃদ্ধি পেয়েছে। জনগণ পাট শিল্পে সম্পৃক্ত হচ্ছে। প্লাস্টিক পন্য সারা বিশ্ব বর্জন করছে। সরকার পাট শিল্প কে লাভ জনক করতে কাজ করে যাচ্ছে। অচিরেই পাট তার হারানো গৌরব ফিরে পাবে।
দেশ বাসিকে পাট জাত পণ্যের ব্যবহার করতে আহবান জানান গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
এসময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান, অতিরিক্ত সচিব রীনা পারভীন, মন্ত্রীর বিশেষ সহকারি এমদাদুল হকসহ বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ।