নিজস্ব প্রতিবেদক:
সোনারগাঁয়ের পলাশ নিরাপত্তাকর্মীদের দায়িত্বে অবহেলার কারণেই সাম্প্রতি বিমান ছিনতাই চেষ্টার ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে তদন্ত কমিটি। এ কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ৫ নিরাপত্তা কর্মীকে সাময়িক বহিস্কার করা হয়েছে। আর ১ জনকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার সময় আরো ২ দিন বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে।
দায়িত্বে অবহেলার জন্য বরখাস্তকৃতরা হলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সশস্ত্র নিরাপত্তা প্রহরী মো. ইউনুস হাওলাদার, হেভি লাগেজ গেটে (উত্তর) স্ক্যানিংয়ের নিরাপত্তা সুপারভাইজার মো. লেহাজ উদ্দিন ভূঁইয়া, শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের ব্যাটালিয়ন আনসার কেবিন ব্যাগেজ স্ক্যানিং গেটের অপারেটর আলীম হোসেন, বডি সার্চার অঙ্গীভূত আনসার সদস্য মাহফুজুর রহমান ও হেভি লাগেজ গেট উত্তরের বডি সার্চার আনসার সাদ্দাম হোসেন।
২৪ ফেব্রুয়ারি বিমান ছিনতাই চেষ্টার দিন কতর্ব্যরত এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্সের (এফসেক) সদস্য পোস্ট সুপারভাইজার সার্জেন্ট সাযেদুল ইসলামকে প্রত্যাহার করে বাংলাদেশ বিমানবাহিনীতে সংযুক্ত করা হয়েছে।