আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচনে যারা পরাজয়ের আশঙ্কা করে তারাই সেনাবাহিনী চায় : স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনে যারা পরাজয়ের

নির্বাচনে যারা পরাজয়ের

সংবাদচর্চা রিপোর্ট:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিএনপি উদ্দেশ্য করে  বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা পরাজয়ের আশঙ্কা করে তারাই সেনাবাহিনী চায়। সুষ্ঠু অবাধ নির্বাচন হবে এবং সেই লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করছে।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের পাগলায় ইউএনওডিসি কর্তৃক বাংলাদেশ নৌ পুলিশকে চারটি পেট্রোল বোট ও জেটি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন,যারা মাদক ব্যবসা করেন এবং মাদকের সঙ্গে সংশ্লিষ্ট তারা নিজ নিজ ধর্মের রীতি অনুযায়ী তওবা করে ফিরে আসুন নয়তো আপনাদের জন্য সামনে ভয়াবহ পরিনতি অপেক্ষা করছে।

তিনি বলেন, চাঁদাবাজ সন্ত্রাসী অপরাধী আমরা কারো মুখ দেখে পরিচয় দেখে অপরাধী বিবেচনা করবো না। আমরা অপরাধ থেকেই অপরাধীর বিবেচনা করবো। অপরাধকারী যেই হোক কোন অপরাধীর স্থান বাংলাদেশে নেই।

মাদক সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ভূমিকা নিতে পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন মন্ত্রী।

জঙ্গীদের ব্যাপারে তিনি বলেন, আমরা জঙ্গীবাদ নিয়ন্ত্রণে গর্ববোধ করি যে আমরা জঙ্গীবাদ নিয়ন্ত্রণ করতে পেরেছি ও একেবারে নির্মূলে কাজ করে যাচ্ছি।

এতে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ডা. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, নৌ পুলিশের ডিআইজি মারুফ হাসান, জেলা প্রশাসক রাব্বি মিয়া, জেলা পুলিশ সুপার আনিসুর রহমান মিয়া, ইউএনওডিসির প্রোগ্রাম অফিসার সানাকা জয়াসাকারা প্রমুখ।

সর্বশেষ সংবাদ