আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিতাইগঞ্জ খাজা বাবার ওরশ উপলক্ষে ওয়াজ অনুষ্ঠিত হয়

নিজস্ব প্রতিবেদক:

নিতাইগঞ্জ খাজা সৈয়দ মঈনউদ্দিন চিশতী (রঃ) এর বাৎসরিক ওরশ উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩রা মার্চ নাসিক ১৮নং ওয়ার্ডস্থ নিতাইগঞ্জ চৌরাস্তা ওরশ উপলক্ষে ওয়াজ ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান মেহমান আসন অলংকৃত ও বয়ান করেন খাজা বাবার বংশধর ও আজমেরী শরীফের প্রধান খাদেম পীরে কামেল হযরত সৈয়দ খাজা আলাউদ্দিন চিশতী আজমেরী। আরো উপস্থিত ছিলেন খাজা আলাউদ্দিন চিশতীর নাতী। আজমেরী শরীফের খাদেম পীরজাদা হযরত সৈয়দ খাজা ফেয়জান চিশতী আজমেরী। মাহফিলের প্রধান বক্তা হিসেবে বয়ান করেন গাউসিয়া দরবার শরীফের পীরে তরিকত শাহসুফি আলহাজ্ব হযরত মাওলানা মাহবুবুল বাশার আল-কাদেরী ওয়াল চিশতী। বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি তারেক আবেদীন চট্টগ্রাম, আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মাসুদ চিশতী ঢাকা, হযরত মাওলানা আবু সুফিয়ান আল-কাদেরী বন্দর।

মাহফিল পরিচালনা করেন হযরত মাওলানা মোহাম্মদ মাহমুদুল হক কাদেরী। সার্বিক পরিচালনা করেন খাজা মঞ্জিলের আশেকান, মুরিদান ও ভক্তবৃন্দ।

মাহফিল শেষে আশেকান ভক্তবৃন্দদের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়। পরবর্তীতে আখেরী মোনাজাতে কবরবাসীর, দেশ, জাতি ও মুসলিম উম্মা সহ আশেকান, মুরিদান ও ভক্তবৃন্দের জন্য বিশেষ দোয়া কামনা করা হয়।