সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, নারায়ণগঞ্জে অপরাধের পেছনে গডফাদারের হাত রয়েছে। সাত খুনসহ যে সকল অপরাধ হয়েছে তা নিয়ে পুলিশ অনুসন্ধান করছে । প্রমান পেলেই গডফাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
শুক্রবার (১ মার্চ) দুপুরে নগরীর চাষাড়া শহীদ মিনারে পুলিশ মেমোরিয়াল ডে ২০১৯ উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ। এর আগে সকল শহীদ পুলিশ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানান ও র্যালি করেন।
তিনি বলেন, সন্ত্রাসীদের কোন দল নেই। ওরা সরকারি দলের নাম বিক্রি করে চলে। ওদেরকে ছাড় দেয়া হবে না।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশসুপার (ডিবি) মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার ’ক’ সার্কেল মো. মেহেদী ইমরান সিদ্দিকী, দৈনিক সংবাদচর্চার সম্পাদক মুন্না খাঁন, নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক মো. কামরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানার মীর শাহীন শাহ পারভেজসহ পুলিশের কর্মকর্তারা।
এসপি হারুন বলেন, মাদক নারায়ণগঞ্জের প্রধান সমস্যা। এই মাদকের সাথে উচু স্তরের কিছু মানুষ জড়িত। তবে তাদের বিরুদ্ধে সঠিক প্রমান আমরা পাচ্ছি না। আমরা খোঁজ খবর নিচ্ছি। কোন ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, পর্দার আড়ালের বড় ভাইদের পরিচয় দিলেও ছাড় দেওয়া হবে না। আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিবো।
সন্ত্রাস নিমূলে নারায়ণগঞ্জের সকল এমপি মেয়র এবং সাংবাদিকদের সহযেগিতা চান তিনি।