আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জ জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ৩৯

নিজস্ব প্রতিবেদক:

জেলা জুড়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৩৯ জন আসামী কে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে গতকাল থেকে পুলিশের অভিযান শুরু হয়ে তা আজ ভোর ৫ টায় শেষ হয়।

অভিযানে মুখ্য ভুমিকা পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন(পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার)। উক্ত অভিযান পরিচালনায় কাজ করে মোট ১৪ টি টিম। প্রতি টিমে একজন করে সাব ইন্সপেক্টর সহ ৯ থেকে ১০ জন করে ফোর্স অংশগ্রহন করে।

অভিযানে মোট ১৬ টি গ্রেফতারি পরোয়ানা (জি আর) ও ০৭ টি সিআর তামিল করা হয় এবং ০৪ টি সাজা পরোয়ানা গ্রেফতার করা হয়। মোট ২৭ টি পরোয়ানা(ওয়ারেন্ট) নিষ্পত্তি করা হয়।

এছাড়াও অভিযানে ৮২৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অভিযানে মোট ১১ টি মাদক মামলা দায়ের করা হয় এবং এ সংক্রান্তে ১২ জনকে গ্রেফতার করা হয়।