আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার পরিদর্শন করলেন বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

বাংলাদেশ জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। রবিবার সকালে রাজধানীর ফার্মগেইটে জেডিপিসি কার্যালয়ে পরিদর্শনে যান মন্ত্রী। জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের কর্মকর্তারা গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক কে ফুল দিয়ে বরণ করে নেন।

গোলাম দস্তগীর গাজী জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে বিভিন্ন পাট জাত পণ্য ঘুরে দেখেন । এবং কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান, জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের নির্বাহী পরিচালক রীনা পারভীন, পরিচালক মইনুল হক, মস্ত্রীর বিশেষ সহকারি এমদাদুল হক প্রমুখ।